বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির যাত্রা শুরু করেন।
দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে দলটি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নতুনভাবে প্রাণ ফিরে পায়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি কখনো ক্ষমতায়, আবার কখনো আন্দোলনের মঞ্চে থেকেছে। টানা দেড় যুগ রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়া দলটি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন নিশ্চিত করা এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন ও তরুণ ভোটারদের আস্থা অর্জন করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দলটির ইতিহাসে শহীদ জিয়ার পর নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। তার দৃঢ় নেতৃত্বেই বিএনপি এরশাদবিরোধী আন্দোলনে সফল হয়ে ১৯৯১ সালে ক্ষমতায় আসে। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও সরকার গঠন করে দলটি। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিজেদের আরও সুসংগঠিত করার চেষ্টা চালাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হিসেবে ঢাকায় ও সারাদেশে পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়া প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার।