Ridge Bangla

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করে।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য নেতারা। বিএনপির পক্ষে ফুলের তোড়া গ্রহণ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুভেচ্ছা বিনিময়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম বিএনপিকে অভিনন্দন জানান। তিনি লিখেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করি।

এর আগে সোমবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নেতারা ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি নেতারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে রাজনৈতিক ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন