Ridge Bangla

বিএনপির নামে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির নাম ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর পেছনে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার একটি গভীর ষড়যন্ত্র কাজ করছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। রিজভী বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যা অত্যন্ত রহস্যজনক।”

তিনি জানান, দলীয় শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বিএনপি বহু নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার, অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। “তবুও এসব তথ্য গণমাধ্যমে তেমনভাবে প্রচার হচ্ছে না,” বলেন রিজভী।

বর্তমান সরকারের সমালোচনায় তিনি বলেন, “শেখ হাসিনার সরকার যেমন উন্নয়নের নামে অদ্ভুত গল্প শোনায়, তেমনি নির্বাচন পেছানোর জন্যও নানারকম বয়ান চালু করেছে। পুলিশও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, যা উদ্বেগজনক।”

রিজভী অভিযোগ করেন, সরকারের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তিনি বলেন, “নির্বাচন পেছাতে এবং জনগণকে বিভ্রান্ত করতে এসব অপকৌশল ব্যবহার করা হচ্ছে।”

আরো পড়ুন