Ridge Bangla

বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল আ. লীগ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপিকে নেতৃত্বশূন্য করে ধ্বংস করতে চেয়েছিল। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, প্রাণ দিয়েছে, গুম-খুনের শিকার হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।

বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার প্রতিক্রিয়ায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ, অর্থনীতি লুটপাট, টাকা পাচার, ব্যাংক লুট, শেয়ার বাজার ধস এবং শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছিল।

তিনি বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ শীর্ষ নেতাদের সাজানো মামলায় গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছিল। খালেদা জিয়াকে ১০ বছরের সাজায় ছয় বছর কারাগারে আটক রাখা হয়। অনেক নেতাকে আজীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড এবং কারাগারে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চাইলেও তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি নেতাকর্মী লড়াই চালিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়। এই অভ্যুত্থান নতুন গণতান্ত্রিক বাংলাদেশের আশা জাগিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট ঘোষণাপত্রে বিএনপি স্বাগত জানিয়েছে। এ ঘোষণার মাধ্যমে সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত হবে।

আরো পড়ুন