Ridge Bangla

বাহরাইনে বাংলাদেশিদের ভিসা সহজীকরণে আলোচনা

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমা এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোওয়ারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে ২০২৫ সালের মানামা সংলাপ-এ বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা এবং পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক (এফওসি) উপলক্ষে বাহরাইনের প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়েও মতবিনিময় হয়।

রাষ্ট্রদূত বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের চলমান কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গণশুনানি, ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পসহ বিভিন্ন উদ্যোগ। তিনি প্রবাসীদের আরও উন্নত সেবা প্রদানে দূতাবাসের সক্রিয় ভূমিকার আশ্বাস দেন।

বৈঠকের শেষে আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমা দূতাবাসের সচেতনতামূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং রাষ্ট্রদূতের কূটনৈতিক সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রারও ভূয়সী প্রশংসা করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন