Ridge Bangla

বাস টার্মিনাল ইজারা কার্যক্রমে ডিএনসিসির দুই কমিটি গঠন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন আন্তঃজেলা বাস টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সংস্থাটি ইতোমধ্যে দুটি পৃথক কমিটি গঠন করেছে—একটি দরপত্র উন্মুক্তকরণ এবং অপরটি দরপত্র মূল্যায়নের জন্য।

রোববার (৩১ আগস্ট) ডিএনসিসি সূত্রে জানা যায়, সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

ডিএনসিসির সচিব জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মকর্তাদের সমন্বয়ে এ দুটি কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, দরপত্র উন্মুক্তকরণ কমিটি’র সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন)। কমিটির সদস্য সচিব থাকবেন ব্যবস্থাপক (পরিবহন) এবং সদস্য হিসেবে যুক্ত আছেন যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

অন্যদিকে, দরপত্র মূল্যায়ন কমিটি’র সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে। সদস্য সচিব হিসেবে আছেন মহাব্যবস্থাপক (পরিবহন)। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট বাস টার্মিনালের সহকারী ব্যবস্থাপক।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন