দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হঠাৎ কাগজ দেওয়ার নাম করে আক্রমণ চালান এক ব্যক্তি। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই হামলার পর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার চোট গুরুতর নয়। এনডিটিভি জানিয়েছে, বুধবার (২০ আগস্ট) সকালে প্রশ্নোত্তর পর্ব চলাকালে ছদ্মবেশে ওই যুবক বাসভবনে প্রবেশ করেন এবং একপর্যায়ে রীতিমতো কষে চড় মারেন। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীরা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, “ওই জনশুনানিতে হাজির এক যুবক মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানান, হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে। কংগ্রেসও এই হামলার নিন্দা জানায় এবং দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা প্রশ্ন তোলে, “যদি মুখ্যমন্ত্রী নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ নারীরা কতটা নিরাপদ?”
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর হামলাকারীর পরিচয় নিশ্চিত করা হবে। সিভিল লাইন এলাকার রাজ নিবাস মার্গে অবস্থিত মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিস ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ সম্প্রতি জনশুনানির জন্য খোলা হয়েছে। এখানে লোকজন অভিযোগ জানাতে আসেন এবং শুনানি শেষে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগকে সমস্যা সমাধানের নির্দেশনা দেন।