জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা শামীম জামান আবারও প্রমাণ করলেন তার অভিনয়ের মুন্সিয়ানা। নানামাত্রিক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এবার তিনি পেয়েছেন বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার।
গত ১৪ অক্টোবর রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মারগুব মোরশেদ এবং প্রবীণ অভিনেত্রী দিলারা জামান। তাদের হাত থেকেই সম্মাননা গ্রহণ করেন শামীম জামান।
অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে শামীম জামান একাধিক সফল নাটক ও চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের। হাস্যরস থেকে গম্ভীর—সব ধরনের চরিত্রেই তার অভিনয় সমান প্রশংসিত।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “অভিনয়ের দীর্ঘ যাত্রায় এমন স্বীকৃতি সব সময়ই অনুপ্রেরণা যোগায়। দর্শক, নির্মাতা ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে শক্তি দেয়।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নাট্যাঙ্গনে দীর্ঘদিনের ধারাবাহিক অবদান ও অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবেই শামীম জামানকে এ বছরের সেরা অভিনেতার সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, শামীম জামান নাটক পরিচালনাতেও সমান সফল। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাতা হিসেবেও দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এবারের এই পুরস্কার তার কর্মজীবনে আরও এক উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।