Ridge Bangla

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ

সরকার বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করতে ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, মসজিদের মূল কাঠামো অপরিবর্তিত রেখে এর অভ্যন্তরীণ অংশগুলো সৌন্দর্যপূর্ণভাবে সাজানো হবে।

তিনি আরও বলেন, মসজিদের স্বতন্ত্র ও স্বৈরাচারী পরিচালনা বন্ধের জন্য মসজিদ ব্যবস্থাপনার একটি নীতিমালা তৈরি করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে বসে এটি চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, নতুন বাংলাদেশে ইমাম ও খতিবদের অবমাননা বা অবহেলা করার কোনো সুযোগ নেই।

আরো পড়ুন