বলিউড সুপারস্টার সালমান খান হঠাৎ করেই একটি আবেগঘন পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছেন। নিজের জীবনের ভুল, অভ্যাস আর বাবার উপদেশ উপেক্ষা করার অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। তার এই পোস্ট ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) নিজের একটি ছবি পোস্ট করে সালমান লেখেন, “বর্তমান কখনও তোমার অতীত হয়ে ওঠে, আর অতীত কখনও ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায়। বর্তমানই আসল উপহার, সেটাকে যথাযথভাবে ব্যবহার করো।”
তিনি আরও লেখেন, “বর্তমানে ভুল করো না। বারবার করলে ভুলটা অভ্যাসে পরিণত হয়। কখনোই অন্যকে দোষারোপ করো না। কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা তুমি নিজে না চাও।”
এই কথাগুলোর পরই তিনি স্মরণ করেন তার বাবা সেলিম খানের উপদেশ। বলেন, “আমার বাবা এই কথাগুলো বলেছেন। আমি যদি ওনার এই উপদেশ আরও আগে শুনতাম, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। তবে এখনো দেরি হয়ে যায়নি।”
সালমান খানের এই পোস্টের পর ভক্তরা প্রশ্ন তুলছেন—জীবনের কোন অধ্যায় নিয়ে অনুশোচনা করছেন তিনি? ক্যারিয়ার, প্রেমজীবন, না কি পারিবারিক কোনো বিষয়? যদিও সালমান কিছু স্পষ্ট করে বলেননি, তবু তার কথাগুলো অনেককে নাড়া দিয়েছে।
ভক্তরা বলছেন, সালমানের এই খোলামেলা মনোভাব ও অনুশোচনার বার্তা বাবার উপদেশের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিয়েছে। অনেকেই এই পোস্টকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেছেন।