Ridge Bangla

বাবাকে হারালেন দক্ষিণী অভিনেতা রবি তেজা

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজা গভীর শোকে স্তব্ধ। তার বাবা ভূপতিরাজু রাজগোপাল রাজু আর নেই। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে হায়দরাবাদের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পেশায় একজন ফার্মাসিস্ট রাজগোপাল রাজু সবসময়ই নিভৃত জীবনযাপন করতেন। ছেলে রবি তেজা দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার হলেও তিনি সবসময় আলোচনার বাইরে থাকতে পছন্দ করতেন। কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে জয়পুর, দিল্লি, মুম্বাই ও ভোপালসহ ভারতের বিভিন্ন শহরে বসবাস করেছেন। এমনকি রবি তেজা যখন সিনেমায় তারকা খ্যাতি অর্জন করেন, তখনও রাজগোপাল রাজু নিজের পেশাগত জীবনেই মনোযোগী ছিলেন। তার স্ত্রী রাজ্যলক্ষ্মীও খুব কমই জনসমক্ষে এসেছেন।

রাজগোপাল রাজুর মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, বন্ধু ও অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করছেন। সবাই রবি তেজা ও তার পরিবারকে সান্ত্বনা জানাচ্ছেন।

উল্লেখ্য, রবি তেজার আসল নাম ভূপতিরাজু রবি শঙ্কর রাজু। নব্বই দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও ১৯৯৭ সালে ‘সিন্ধূরাম’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর দ্রুতই তিনি দক্ষিণী সিনেমায় তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন।

বাবার মৃত্যুর খবরে রবি তেজা বর্তমানে কাজ থেকে বিরতি নিয়ে শোক পালন করছেন। পরিবার ও ভক্তদের আশা, শোক কাটিয়ে তিনি শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন