Ridge Bangla

বাধার মুখে বেনাপোল কাস্টম হাউসে অভিযানে যাওয়া দুদক কর্মকর্তারা

যশোরের বেনাপোল কাস্টম হাউসে অভিযান চালিয়ে ফেরার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বাধার মুখে পড়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। কর্মকর্তাদের গাড়িটি প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয়।

দুদক সূত্র জানায়, ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুপুরে বেনাপোল কাস্টম হাউসে অভিযানে গিয়ে হাসিবুর রহমান নামে এক ব্যক্তিকে ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষসহ আটক করা হয়। তিনি স্থানীয়ভাবে ‘এনজিও সদস্য’ নামে পরিচিত।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুষ সংগ্রহ করে তিনি। এই টাকা তিনি শামীমার জন্যই আনছিলেন। পরে শামীমা আক্তার বিষয়টি স্বীকার করে মুচলেকা দেন। এরপর আরো বিভিন্ন তদন্ত কাজ শেষে রাত আটটার পরে তাকে কাস্টমস কমিশনারের জিম্মায় রেখে দুদক কর্মকর্তারা সেখান থেকে ফেরার জন্য বের হন।

এরপর সেখানে রাখা গাড়িতে করে বের হয়ে আসার সময় সাংবাদিকদের সাথে অসদাচরণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগে সেখানে উপস্থিত জনতা দুদক কর্মকর্তাদের গাড়ি আটকে দেন।

ঘটনার সময় গাড়ি আটকে রাখার পাশাপাশি উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দেন। সাংবাদিকদের উপস্থিতিতে দুদক কর্মকর্তাদের গাড়ি প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ রাখা হয়। পরে বেনাপোল বন্দর থানা পুলিশ এসে কর্মকর্তাদের উদ্ধার করে।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন জানান, হাসিবুর রহমানকে আটক করা হয়েছে এবং শামীমা আক্তারের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা টাকা আদালতের অনুমতিতে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন