বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। ঢাকায় নিযুক্ত দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। বাণিজ্য বহুমুখীকরণ প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে জার্মানি বাংলাদেশের সঙ্গে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে চায়। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নধারারও প্রশংসা করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশকে বাণিজ্যিক কার্যক্রমকে বহুমুখী করা প্রয়োজন, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।”
তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পর জার্মানি বাংলাদেশের পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, যা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ১০.৯৬ শতাংশ। উপদেষ্টা জার্মান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ওষুধ, প্লাস্টিক পণ্য, পাদুকা, সাইকেল এবং চামড়াজাত পণ্য আমদানির সুযোগ রয়েছে।”
বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ জার্মানিতে ৪৮৫০.৮৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, বিপরীতে আমদানি পরিশোধ করেছে ৯৪০.৬০ মিলিয়ন ডলার।
সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এনজা ক্রিস্টেন উপস্থিত ছিলেন।