বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এর নেতৃত্বে দলটি রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এই বৈঠকে অংশ নেয়।
বৈঠকে বাংলাদেশ ও ইইউ’র মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ইইউ’র সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বাণিজ্যিক তথ্য ও সম্ভাব্যতা যাচাইয়ের পর বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আগ্রহী।”
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে কিছু বাণিজ্য ঘাটতি থাকলেও, পারস্পরিক সহযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উভয় পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা, জার্মান দূতাবাসের এনজা ক্রিস্টেন, ইতালির ফ্রেডরিকো জামপ্রেল্লি, সুইডেনের ইভা স্মেডব্রেগ এবং ইইউ ডেলিগেশনের ট্রেড অ্যাডভাইজার আবু সাইদ বেলাল।