Ridge Bangla

বাজারে সবজির দামে বরবটি-করলার সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি কাঁচা-মরিচের

রাজধানীর বিভিন্ন বাজারে গত কয়েক মাস ধরে সবজির দাম স্থায়ীভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। দাম কমার যেন কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই ঊর্ধ্বমুখী দামের প্রতিযোগিতায় ইতিমধ্যে সেঞ্চুরি করেছে বরবটি ও করলা। ২০০ টাকার ঘর ছুঁয়ে ডাবল সেঞ্চুরি করেছে কাঁচা-মরিচ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও মগবাজারে সরজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার উপরে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকজন বাজারে সবজি ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

বাজারে প্রতি কেজি ঢেঁড়স, পটল, মুলা, চিচিঙ্গা, ধন্দুল, শসা, কাঁকরোল, গাজর ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন (গোল) ও ঝিঙ্গা ১০০ টাকায়, বরবটি ও করলা ১০০ টাকায়, বেগুন (লম্বা) ৬০ টাকায়, কচু ৫০ টাকায়, কচুর লতি ৬০ টাকায়, আলু ২৫ টাকায়, পেঁপে ৩০ টাকায় এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায়। সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে টমেটো, ১৪০ টাকায়।

বাজারে ক্রেতারা মূলত আধা কেজি করে সবজি কিনছেন। বেসরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম বলেন, “সবজির দাম এত বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য কিনতে কষ্ট হচ্ছে। এখন প্রতিটি আইটেম শুধু অর্ধেক কেজি করে কিনছি।”

সবজি বিক্রেতারা জানাচ্ছেন, দাম বাড়ার কারণে তাদের বিক্রি কমেছে। মালিবাগ বাজারের ইদ্রিস আলী (সবজি বিক্রেতা) বলেন, “আগে যেখানে এক আইটেম ২০ কেজি বিক্রি হত, এখন সেটি মাত্র ৫ কেজি।”

একই বাজারের হাবিবুর রহমানের মতে, সবজির দাম আরও কিছুদিন বাড়তে পারে। কারণ, এখন মৌসুম শেষ এবং সরবরাহ কম। অর্থাৎ, বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম স্থায়ীভাবে ঊর্ধ্বমুখী রয়েছে, এবং ক্রেতারা বাধ্য হয়ে কম পরিমাণে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন