Ridge Bangla

‘‘বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিবো’’: তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা গুজব। বিশেষ করে একটি বাচ্চার সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাকে ঘিরে চলছে নানা মন্তব্য। কেউ কেউ দাবি করছেন, তিশা নাকি সেই বাচ্চার মা।

গত শনিবার (৫ জুন) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি টকশোতে, যা সঞ্চালনা করেন অভিনেতা জায়েদ খান, সেখানে অতিথি হিসেবে অংশ নেন তানজিন তিশা। অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? জবাবে তিনি বলেন, “আমি একজন মা হতে চাই। এর মধ্যে বিয়েও করবো। মা হওয়া আমার স্বপ্ন। মানুষের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। লুকানোর কিছু নেই, এড়িয়ে যাওয়ারও কিছু নেই।”

এরপর উপস্থাপক তাকে নিয়ে ছড়ানো গুজবগুলোর বিষয়ে প্রশ্ন করলে তিশা মজা করে বলেন, “শুনেছি আমার নাকি দুইটা বিয়ে হয়ে গেছে, তিন নম্বর বিয়ের জন্য খোঁজ চলছে! আরেকটা গুজব হচ্ছে, আমার একটা বাচ্চা আছে, যাকে নাকি দাদির কাছে লুকিয়ে রেখেছি।” তিনি স্পষ্ট করে বলেন, বাচ্চাটি আসলে তার বোনের সন্তান। “এসব শুনে আমাদের পুরো পরিবার মিলে হাসাহাসি করি।”

তবে বিষয়টি নিয়ে পরদিন শনিবার রাতে তানজিন তিশা নিজের ফেসবুকে একটি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি নিয়ে ভুঁইফোড় নিউজ করে ২০ ডলার কামাতে চায়, তাদের বলছি—যত লুকানো বাচ্চা আছে আমার, সেগুলো আমার কাছে পৌঁছে দাও, আমি ২০ হাজার ডলার ভিক্ষা দিবো! আর না পারলে নিজের গালে নিজে জুতা মারো তালে তালে।”

তার এই স্ট্যাটাসে অনেক ভক্তই সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন এবং গুজব রটনাকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

আরো পড়ুন