Ridge Bangla

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

বাগেরহাটে সাংবাদিক ও বিএনপি নেতা হায়াত উদ্দিন হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ অক্টোবর) বিকেলে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে আমলি আদালত-১ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। পুলিশ জানায়, রোববার রাজধানীর আশুলিয়ার গোল্ডেন সিটি আবাসিক হোটেল থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে আশিক (২৫)। যদিও এদের নাম আসামি তালিকায় ছিল না, হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাদের আটক করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

মামলার মূল ঘটনা ঘটে গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায়। শহরের হাড়িখালি এলাকায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিবেদক হায়াত উদ্দিনকে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

পরে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে রোববার (৫ অক্টোবর) মামলা করেন। এতে মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন