Ridge Bangla

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে বাগদান সেরেছেন। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে তারা সম্প্রতি গোপনে আংটিবদল করেছেন। ঘনিষ্ঠ সূত্র জানায়, বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে চান এই তারকা জুটি। তাই আনুষ্ঠানিক বিয়ে না করে আপাতত বাগদানের মাধ্যমেই সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছেন তারা।

এটি রাশমিকার জীবনে দ্বিতীয় বাগদান। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে আংটিবদল করেছিলেন তিনি। তবে এক বছর পর ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকেই রাশমিকার জীবনে আসেন বিজয়। শোনা যায়, বিজয়ের সঙ্গে অভিনীত সুপারহিট ছবি গীত গোবিন্দম (২০১৮) ও ডিয়ার কমরেড (২০১৯) বদলে দেয় তাদের সম্পর্কের সমীকরণ।

চলচ্চিত্রে জুটি বাঁধার সুবাদে তারা আরও ঘনিষ্ঠ হন। তারপর থেকেই একসঙ্গে সময় কাটাতে থাকেন। তাদের সম্পর্কের গুঞ্জন সবচেয়ে জোরালো হয় ২০২৩ সালে, যখন দুজনকে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়।

প্রায় আট বছর ধরে সম্পর্কের পর্দার আড়ালে থেকেও লুকানো যায়নি তাদের ভালোবাসা। অবশেষে পূজার আবহে শুভ কাজ সেরে ফেললেন তারা। বিজয়ের হায়দরাবাদের বাড়িতে ঘরোয়া পরিবেশে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় আংটিবদল।

এখন ভক্তদের একটাই প্রতীক্ষা—কবে চার হাত এক হবে এই জনপ্রিয় তারকা জুটির। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশমিকা-বিজয়ের এই নতুন অধ্যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৬৫

আরো পড়ুন