বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত এক বাবা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়নের নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
নিহত গৃহবধূ আসমা বেগম (৫৫) বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেনের স্ত্রী। গ্রেপ্তার হওয়া দুজন হলেন একই এলাকার জালাল হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (৪০) ও তার পনেরো বছর বয়সী ছেলে শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী মোস্তফা হাওলাদারের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৭ জুন মাগরিবের নামাজের সময়, আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে মোস্তফা ও তার ছেলে হামলা চালায়। তারা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আসমাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে ছিলেন। কিছুক্ষণ পর স্বামী আবুল হোসেন বাড়িতে ফিরে এসে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয়দের সহায়তায় দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসমা বেগমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন, ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লাহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার পর তদন্ত শুরু হয় এবং পাঁচ দিনের মধ্যে অভিযুক্ত মোস্তফা ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।