Ridge Bangla

বাকৃবিতে গবেষণার জন্য আনা ১৪টি ভেড়া খামার থেকে চুরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের জন্য আনা উন্নত জাতের ১৪টি ভেড়া খামার থেকে চুরির ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বর বুধবার রাত হতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল অব্দি চুরির ঘটনা ঘটে। যা বৃহস্পতিবার সকালে সকলের দৃষ্টিগোচর হয়।

চুরি যাওয়া ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ছিল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খামারটি সম্পূর্ণ প্রহরীশূন্য থাকায় এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।

গবেষণায় যুক্ত সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি জানান, তিনটি প্রজনন প্রকল্প ও দুটি গবেষণা প্রকল্পের অধীনে ভেড়াগুলো লালনপালন করা হচ্ছিল।

প্রতিটি ভেড়ার ওজন ছিল প্রায় ৩০ থেকে ৪০ কেজি। এই ক্ষতি শুধু গবেষণাকেই নয়, শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণকেও মারাত্মকভাবে প্রভাবিত করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাতের বেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মীরা খামার ত্যাগ করায় জায়গাটি নিরাপত্তাহীন হয়ে পড়ে। পরদিন সকালে তালা ভাঙা অবস্থায় খামার পাওয়া যায়। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন