ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন শিক্ষাক্রমের ১ম পর্ব নিয়মিত বোর্ড সমাপনী এবং ২য় পর্ব অনিয়মিত ও অকৃতকার্য বিষয়ের পরীক্ষা-২০২৪ এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)। বৃহস্পতিবার (১০ জুলাই) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ম পর্বের নিয়মিত ও ২য় পর্বের অনিয়মিত/অকৃতকার্য বিষয়ের সমাপনী লিখিত পরীক্ষা শুরু হবে ৩ আগস্ট এবং চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। তবে প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়।
পরীক্ষাসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।