পটুয়াখালীর বাউফলে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১০ বছরের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে। স্থানীয়দের দাবি, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হামিম (১০) মোবাইল ফোনে খেলার ছলে ভিডিও ধারণ করলে এসআই মাসুদুর রহমান তার ফোন কেড়ে নিয়ে কানে আঘাত করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে।
শিশুর পরিবার জানায়, পুলিশের ভয়ভীতি ও হুমকির কারণে তারা বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে গাড়িতে তোলার চেষ্টা করা হলেও গ্রামবাসীর বাধায় তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযুক্ত এসআই মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা সংক্রান্ত ঘটনাস্থলে গেলে শিশু ভিডিও করছিল। তিনি শুধু ফোনটি নিয়েছেন, মারধরের অভিযোগ সঠিক নয়।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, বিষয়টি নিয়ে এসআইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি শিশুর কাছ থেকে মোবাইল নেওয়ার কথা স্বীকার করেছেন।