বলিউডে সিনেমার প্রাণ—‘আবেগ’—ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি ‘কেডি – দ্য ডেভিল’ ছবির টিজার উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি বলিউডের বর্তমান চলচ্চিত্রধারায় নিজের হতাশা প্রকাশ করেন।
সঞ্জয় বলেন, “বলিউডে আগে যে আবেগ ছিল, এখন তা আর নেই। সিনেমা মানেই আবেগ—এটা আমি দক্ষিণের সিনেমায়, এমনকি বাংলা ছবিতেও দেখি। চাই এই আবেগ আবার বলিউডে ফিরে আসুক।”
অনুষ্ঠানে নিজের আসন্ন তেলুগু ছবি ‘দ্য রাজা সাব’ নিয়েও কথা বলেন তিনি। এই ছবিতে প্রভাসের সঙ্গে কাজ করছেন সঞ্জয়। মজা করে বলেন, “প্রভাস আমাকে তেলুগু শেখায়, আবার মাঝেমধ্যে গুলিয়েও দেয়। তবে ও খুব ভালো মানুষ, অসাধারণ অভিনেতা।”
সঞ্জয় আরও বলেন, “আমি চিরঞ্জীবী স্যারের বড় ভক্ত। উনি এখানে মুন্না ভাই। তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। ঈশ্বর তার মঙ্গল করুন।”
২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে ‘কেডি – দ্য ডেভিল’। এর আগেই সঞ্জয় দত্তকে দেখা যাবে আরও কয়েকটি প্রজেক্টে—তেলুগু ভাষায় ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজা সাব’, হিন্দিতে ‘ধুরন্ধর’ ও ‘বাপ’, এবং পাঞ্জাবি ছবি ‘শেরান দি কৌম পাঞ্জাবি’-তে।
অনুষ্ঠানে সঞ্জয় দত্ত বলেন, “সিনেমা শুধু ব্যবসা নয়, এটি মানুষের হৃদয়ের সঙ্গে সংযোগের মাধ্যম। আবেগ হারালে সিনেমা আর সিনেমা থাকে না।” এই বার্তাই বলিউডের উদ্দেশ্যে রেখে গেলেন এই বর্ষীয়ান অভিনেতা।