Ridge Bangla

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ৭৭৭ টন আলু

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে ৭৭৭ টন এস্টারিক্স জাতের আলু। এর ফলে এ বন্দর দিয়ে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৬৬৩ টন আলু রপ্তানি করা হলো। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, সুফলা মাল্টিপ্রোডাক্ট, স্বাধীন এন্টারপ্রাইজ, ক্যারজ এগ্রো, মাইসা কোল্ড স্টোরেজ ও ইসান এগ্রো ফার্ম।

আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে ৩৭টি ট্রাকে করে নেপালের কাকরভিটা পাঠানো হয়। ক্যারজ এগ্রোর মালিক কে এম নাজমুল হাসান জানান, রপ্তানিযোগ্য মানের আলু উৎপাদনে গুরুত্ব দিলে কৃষক, ব্যবসায়ী ও সরকার সবাই উপকৃত হবেন। আগে ২০% ইনসেনটিভ থাকলেও এখন তা ১০%-এ নেমে এসেছে, যা বাড়ানোর দাবি জানান তিনি।বাংলাবান্ধা বন্দরে নমুনা পরীক্ষার পর ছাড়পত্র দিয়ে আলুগুলো নেপালে পাঠানো হয়।

আরো পড়ুন