বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির ক্ষমতাবলে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দসমূহ বাদ দিয়ে তার স্থলে ‘বাংলাদেশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সেই নির্দেশনার ভিত্তিতেই নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।