Ridge Bangla

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি নোট বিনিময় হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরের পুত্রজায়ায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তিনটি নোটের মধ্যে প্রথমটি উচ্চশিক্ষা সহযোগিতা নিয়ে, যা বিনিময় করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দ্বিতীয়টি কূটনৈতিক প্রশিক্ষণ, আর তৃতীয়টি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা সংক্রান্ত।

পাঁচটি এমওইউ হলো –

১) প্রতিরক্ষা সহযোগিতা: স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
২) এলএনজি ও জ্বালানি খাতে সহযোগিতা: স্বাক্ষর করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মো. ফওজুল কবির খান।
৩) কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা: আইসিস মালয়েশিয়া ও বিআইআইএসএস বাংলাদেশের মধ্যে চুক্তি।
৪) প্রযুক্তি সহযোগিতা: মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে।
৫) বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা: মালয়েশিয়ার এনসিসিআইএম ও বাংলাদেশের এফবিসিসিআইর মধ্যে।

এর আগে সকালে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ড. ইউনূসকে লাল গালিচায় অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে আনোয়ার ইব্রাহিম মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন