Ridge Bangla

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দক্ষিণ কোরিয়া ও গণচীন সফর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও গণচীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিমান বাহিনী প্রধান প্রথমে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস এন্ড ডিফেন্স এক্সিবিশন (ADEX) ২০২৫-এ অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে তিনি ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন।

পরবর্তীতে, চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন (CATIC)-এর চেয়ারম্যানের আমন্ত্রণে তিনি ২৩ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত গণচীন সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান পিপল’স লিবারেশন আর্মি এয়ার ফোর্স (PLAAF)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

সরকারি সফর শেষে বিমান বাহিনী প্রধান ২৫ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন