Ridge Bangla

বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর ফেলো হলেন বুয়েটে উপাচার্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এ বি এম বদরুজ্জামানকে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (বাংলাদেশ বিজ্ঞান একাডেমি) ফেলো হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শীর্ষ এই সংগঠনের ১৬তম কাউন্সিল সভায় গত ১৮ মে তাঁকে এই মর্যাদা প্রদান করা হয়। মঙ্গলবার বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৌশলবিদ্যায় উপাচার্য বদরুজ্জামানের গুরুত্বপূর্ণ অবদান এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর বৈজ্ঞানিক মেধার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিজ্ঞানে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ও পরামর্শ কেবল প্রকৌশল ক্ষেত্রকে সমৃদ্ধ করেনি, বরং গবেষকদের নতুন প্রজন্মকে জ্ঞান ও উদ্ভাবনের পথে অনুপ্রাণিত করেছে।

এ বি এম বদরুজ্জামান ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। তিনি আর্সেনিক দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির গুণগত মান নির্ণয়, পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থা, ভারী ধাতুর প্রকৃতি ও পরিবহন, এবং পরিবহন ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করেছেন।

ভূগর্ভস্থ পানির আর্সেনিক দূষণ রোধে মডেল তৈরি ও গবেষণার জন্য তিনি ২০১২ সালে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ পুরস্কারে ভূষিত হন। ২০১৯ সালে তিনি মালয়েশিয়ান ইনভেনশন অ্যান্ড ডিজাইন সোসাইটি প্রদত্ত আইটেক্স গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়া আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে তাঁর উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রকাশিত হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন