বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ড. ইউনূস বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগের জন্য আহ্বান জানান। তিনি বলেন, “বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। ব্যবসা করতে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এখানে কাজ করা যাবে।”
তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তা মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশের অগ্রগতিতে সহায়ক হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে।”
এই সম্মেলনে প্রধান উপদেষ্টা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন যারা বিনিয়োগে অবদান রেখেছেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:
- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী)
- বিকাশ (বিদেশি বিনিয়োগকারী)
- স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ফেব্রিকস
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ৭ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে।