হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন কোম্পানির চেয়ারম্যান হান চুন।
প্রথমে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও সরকারি সংস্থাগুলোর সক্রিয় সমর্থন এবং সম্ভাব্যতা যাচাইয়ের পর এই পরিমাণ বাড়িয়ে ২৫০ মিলিয়নে উন্নীত করা হয়। এই বিনিয়োগে হান্ডা ইন্ডাস্ট্রিজ দেশের টেক্সটাইল খাতে তিনটি আধুনিক কারখানা স্থাপন করবে—এর মধ্যে দুটি গার্মেন্টস প্রক্রিয়াকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট থাকবে। এসব প্রকল্পে প্রায় ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
হান চুন জানান, বিডা, বেজা ও বেপজার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তিনি বলেন, হান্ডা ইন্ডাস্ট্রিজ তাদের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পে নতুন মাত্রা আনতে চায়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “হান্ডা শুধু অর্থনৈতিক বিনিয়োগই নয়, ডিজাইন ও উদ্ভাবনের মাধ্যমে স্থানীয় ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।” তিনি হান্ডা ইন্ডাস্ট্রিজকে তরুণ ডিজাইনারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালুর আহ্বান জানান।
প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে মিরশারাই অর্থনৈতিক অঞ্চলে জমি লিজ সংক্রান্ত চুক্তি বুধবারই স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি বরাদ্দ ও প্রস্তুতির কাজ ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে।
সাক্ষাৎকালে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বেপজার চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হান্ডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি উপস্থিত ছিলেন।