শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় একাধিক ইসলামি প্ল্যাটফর্মের ব্যানারে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ফিলিস্তিনে অব্যাহত হামলা শুধু একটি অঞ্চলের বিরুদ্ধে নয়, এটি পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েল বর্বরভাবে শিশু, নারী ও সাধারণ মানুষকে হত্যা করছে, অথচ মুসলিম রাষ্ট্রসমূহ এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই এখনই সময় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ও কঠোর প্রতিক্রিয়ার।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের উচিত ইসরায়েলের পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং পররাষ্ট্রনীতিতে স্পষ্ট বার্তা দেওয়া যে, যারা গণহত্যা চালায়, মানবতা লঙ্ঘন করে, তাদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য বা কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না। একইসঙ্গে বক্তারা আহ্বান জানান, দেশের যেসব দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, সেগুলোকেও সম্মিলিতভাবে বয়কট করতে হবে।
সমাবেশ শেষে ফিলিস্তিনের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় মিছিলকারীরা ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন এবং ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে স্লোগানে স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।