Ridge Bangla

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন রোধের আহ্বান ভলকার টুর্কের

বাংলাদেশে আর যেন কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন বা নিপীড়নের ঘটনা না ঘটে—এমন আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

বুধবার (১৫ অক্টোবর) জেনেভা থেকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে হাইকমিশনার টুর্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আগের সরকারের সময় গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রথমবারের মতো জোরপূর্বক গুমের অভিযোগে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে, যা নিহত ব্যক্তিদের পরিবারগুলোর জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘টাস্ক ফোর্স ফর ইনট্রোগেশন সেল’ এবং ‘যৌথ জিজ্ঞাসাবাদ সেল’-এর বিরুদ্ধে জোরপূর্বক গুম ও নির্যাতন সংশ্লিষ্ট দুটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছে। এ মামলায় বেশ কিছু সাবেক এবং কিছু কর্মরত সামরিক কর্মকর্তার নাম রয়েছে। ট্রাইব্যুনাল ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যার মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক একাধিক মহাপরিচালক এবং র্যাবের প্রাক্তন কর্মকর্তারা।

এদিকে, গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে যে, পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত গুরুতর অপরাধের অভিযোগে তাদের এক ডজনেরও বেশি কর্মকর্তাকে আটক করা হয়েছে। ভলকার টুর্ক বলেন, এসব আটককৃত ব্যক্তিদের অবিলম্বে উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা এবং সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি বিচার প্রক্রিয়া নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন