শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী ও মডেল মারিয়া মিম আবারও নিজের ব্যক্তিজীবনের মন্তব্যে আলোচনায়। সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর থেকে মিমের প্রেম, নতুন সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি নিজেই খোলামেলা মন্তব্য করেছেন।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়া মিম বলেন, “বাংলাদেশে পছন্দ করার মতো ছেলে নেই। দেশের বাইরে গেলে সুন্দর সুন্দর ছেলেদের দেখে বিয়েই করে ফেলতে মন চায়।” তিনি আরও বলেন, দেশের ছেলেরা তার পছন্দ না হওয়ায় তিনি বিদেশেই জীবনসঙ্গী খুঁজতে আগ্রহী।
পূর্বে ছোট পর্দার তারকা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিম। ২০১২ সালে স্পেন থেকে দেশে ফিরে তিনি বিয়ে করেন সিদ্দিককে এবং তাদের একটি ছেলে রয়েছে। কিন্তু পারিবারিক কলহের কারণে ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়ান মিম। প্রেমের কথা একাধিকবার স্বীকার করলেও প্রেমিকের নাম এখনও প্রকাশ করেননি। তবে জানালেন, তার প্রেমিক “অর্থসম্পদে পরিপূর্ণ” এবং তাকেই বিয়ে করার পরিকল্পনা করছেন।
বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে মিম বলেন, “টাকা ছাড়া সংসার চলে না। অনেক ভালো ছেলে বিয়ের পর প্রতারণা করে। তাই কান্নাকাটি যখন করতেই হবে, তখন বিএমডব্লিউ বা রোলস রয়েসে বসেই করা ভালো।”
মিম আরও জানান, ইতালির কালচারে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা ইতালিতে হবে এবং রিসেপশন বাংলাদেশে। বিয়ের সাজে লেহেঙ্গা পরার কথাও জানান তিনি।
মিমের এই স্পষ্ট ও খোলামেলা মন্তব্য আবারও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে তার ব্যক্তিগত মতামত হিসেবে দেখলেও, অনেকে প্রশ্ন তুলেছেন তার মূল্যবোধ ও শোবিজ জগতের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে।