বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, দেশ এখন জঙ্গিবাদমুক্ত—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। গত ১০ বছরে কেউ কোনো তথ্য দিতে পারেননি, কারণ দেশে এখন জঙ্গিবাদের কোনো চিহ্নই নেই।”
তিনি জানান, “জঙ্গিবাদ নির্মূলে মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত ভূমিকার কারণে আজ এই অর্জন সম্ভব হয়েছে।”
মালয়েশিয়ায় বাংলাদেশিদের ওপর ‘জঙ্গি’ ট্যাগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “মালয়েশিয়া থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচ বাংলাদেশির কথা বলেছেন, তারা এখনো দেশে ফেরেননি। তবে তাদের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগ হচ্ছে, তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। এখন পর্যন্ত বাংলাদেশে তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”
তিনি বলেন, “কে কোন দেশে কী বলেছে, তা আমরা জানি না। সরকারিভাবে এখনো কোনো বার্তা পাইনি। তবে যেসব তথ্য এসেছে, সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পরিষ্কার করেছে।”
গণমাধ্যমের ভূমিকায় প্রশংসা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আপনারা তথ্য দিলেই আমরা ব্যবস্থা নিই। এখন আর কোনো তথ্য আসে না, কারণ দেশে জঙ্গিবাদ নেই।”