Ridge Bangla

বাংলাদেশে এসিসির সভা, আপত্তি জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড

আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা নিয়ে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও, ইতোমধ্যে সেই সফর স্থগিত করেছে ভারত। এবার এসিসির বৈঠকেও অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছে তারা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক সূত্রের বরাতে জানিয়েছে, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি।” বিসিসিআই জানিয়েছে, ভেন্যু পরিবর্তন না হলে তারা সভা থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে।

এই সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর এবং বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করবে ভারত।

এর আগে বাংলাদেশ সফর স্থগিতের ব্যাখ্যায় বিসিসিআই ব্যস্ত সূচির কথা বলেছিল। তবে এবার নিরাপত্তার কারণ দেখানো হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতকে একই ধরনের সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ভারতীয় গণমাধ্যম জানায়, শ্রীলঙ্কা ছাড়াও আরেকটি ক্রিকেট বোর্ড বিসিসিআইকে বিকল্প সিরিজের প্রস্তাব দিয়েছে।

আরো পড়ুন