Ridge Bangla

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ভোকাল আলী আজমত

পাকিস্তানের জনপ্রিয় সুফি রক ব্যান্ড জুনুন-এর ভোকালিস্ট আলী আজমত শিগগিরই বাংলাদেশে আসছেন। এর আগে চলতি বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে তাঁর একক কনসার্ট আয়োজনের কথা ছিল। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাসেন বাজ। তবে শেষ মুহূর্তে আলী আজমতের টিম জানায়, বাংলাদেশে কনসার্ট নিয়ে তাদের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ফলে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

প্রায় পাঁচ মাস পর এবার আলী আজমত নিজেই আনুষ্ঠানিকভাবে জানালেন, তিনি বাংলাদেশে গান শোনাতে আসছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তসমাগমে ভরা একটি মঞ্চের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি, তোমাদের সবার সঙ্গে দেখা হবে।” তবে কনসার্টের সুনির্দিষ্ট তারিখ, ভেন্যু বা আয়োজক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। খোঁজ নিয়ে জানা গেছে, অনুষ্ঠানটির আয়োজক আবারও অ্যাসেন বাজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্গাপূজার ছুটির পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তবে গত মে মাসের স্থগিত হওয়া কনসার্ট নিয়ে মন্তব্য করতে তারা অনাগ্রহ প্রকাশ করেছে।

১৯৯১ সালে প্রকাশিত হয় জুনুন ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পায়। শুরু থেকেই ব্যান্ডটির সঙ্গে রয়েছেন আলী আজমত। একক ক্যারিয়ারে তিনি বলিউডেও গান করেছেন। ২০০৩ সালে ‘পাপ’ ছবির ‘গরজ বরাজ’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ ছবিতে দুটি জনপ্রিয় গান উপহার দেন।

সঙ্গীতের পাশাপাশি অভিনয়েও সক্রিয় আলী আজমত সর্বশেষ অভিনয় করেছেন পাকিস্তানের আলোচিত সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ। এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশ সফরে আসছেন তিনি। তবে এবারই প্রথম একক কনসার্ট করতে যাচ্ছেন আলী আজমত।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন