Ridge Bangla

বাংলাদেশের ৯ পণ্যে স্থলবন্দর আমদানি নিষিদ্ধ করলো ভারত

স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী স্থলবন্দরগুলো দিয়ে এখন থেকে এসব পণ্য আমদানি করা যাবে না। শুধুমাত্র মহারাষ্ট্রের নভোসেবা সমুদ্রবন্দর ব্যবহার করে পণ্যগুলো ভারতে প্রবেশ করতে পারবে। নিষিদ্ধ ঘোষিত পণ্যের তালিকায় রয়েছে: কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা এবং বিশেষ ধরনের পাটজাত কাপড়।

এর আগে চলতি বছরের মে মাসেও ভারত বাংলাদেশের তৈরি পোশাক স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। তখনও শুধুমাত্র নভোসেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ ছিল। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে বছরে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় হয়। নতুন নিষেধাজ্ঞার ফলে এই খাতে প্রতিকূল প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পরিবহন ব্যয় ও সময় লাগার কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তবে ভারতের বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়া পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে এসব পণ্য অন্য কোনো দেশে পুনরায় রপ্তানি করা যাবে না।

এই সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন উভয় দেশের ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪২

আরো পড়ুন