Ridge Bangla

বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচের প্রস্তাব মরক্কোর

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশন। একইসঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছে।

বুধবার (৩ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে ফেডারেশন পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাকে স্বাগত জানান মরক্কো ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং পরিচালক হাসান খারবোশ।

পরিদর্শনের সময় উপদেষ্টাকে ফেডারেশনের আধুনিক ফুটবল কমপ্লেক্স, প্রশিক্ষণ মাঠ, ফিটনেস ইউনিট, মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার ঘুরিয়ে দেখানো হয়। এ ছাড়া মরক্কোর ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন, ব্যবস্থাপনা ও অবকাঠামো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় মরক্কোর কর্মকর্তারা বাংলাদেশের ফুটবলের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে রয়েছে কোচিং, প্রশিক্ষণ বিনিময়, অবকাঠামো পরামর্শ ও প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব।

আসিফ মাহমুদ সজীব মরক্কোর আন্তরিকতা ও কাতার বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি জানান, বাংলাদেশে মরক্কো ফুটবল দলের বিশাল সমর্থক রয়েছে। প্রীতি ম্যাচ ছাড়াও ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।

উভয় পক্ষই আশা প্রকাশ করে, এ সফর দুই দেশের ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরো পড়ুন