Ridge Bangla

বাংলাদেশের দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপান

জাপানের সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (৩০ জুন) সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

রাষ্ট্রদূত দাউদ আলী বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন। বিশেষভাবে বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

চেম্বারের প্রেসিডেন্ট কোজি মোচিদার নেতৃত্বে উপস্থিত জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। একইসঙ্গে তারা জানান, জাপানের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের নিয়োগে গভীর আগ্রহ দেখাচ্ছে।

উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আগ্রহ ভবিষ্যতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত করবে।

আরো পড়ুন