সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা রাশিয়ান মডেল মনিকা কবির এবার প্রকাশ করলেন তার ব্যক্তিগত ইচ্ছা—বাংলাদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন। জন্ম মস্কোতে হলেও বাংলা ভাষায় সাবলীল কথা বলা, শাড়ি পরা এবং দেশীয় সংস্কৃতির প্রতি গভীর টান তাকে দিয়েছে ভিন্ন পরিচিতি।
মনিকা জানান, তার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। পাঁচ বছর বয়সে বাবার ব্যবসায়িক কারণে প্রথমবার বাংলাদেশে আসেন তিনি। কিছুদিন পর মায়ের কাছে রাশিয়ায় ফিরে গেলেও বাবার ভাষা ও সংস্কৃতির টানে বাংলা ভুলে যাননি। বাবার সূত্রে ভারতের ভাষাতেও তার দক্ষতা রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়—রাশিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দেশের ছেলেকে বিয়ে করতে চান। জবাবে তিনি বলেন, “বিয়ে মূলত মনের ওপর নির্ভর করে। তিন দেশের সবার মন ভালো, আবার সবার মন ভালো নয়। তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশ আমার ভালো লাগে। বিশেষ করে এখানকার পাঞ্জাবি পরা ছেলেদের। তাই সুযোগ পেলে বাংলাদেশি ছেলেকেই বিয়ে করতে চাই।”
মনিকার পরিকল্পনা, বিয়েতে বাংলাদেশ, ভারত ও রাশিয়ার ঐতিহ্যবাহী পোশাক অন্তর্ভুক্ত করা। তিনি বলেন, “যাকেই বিয়ে করি না কেন, তিন দেশের পোশাক পরে বিয়ে করার ইচ্ছে আছে।”
মনিকা কবিরের রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, ডাকনাম ‘মনিশকা’। লাতিন নাচে পারদর্শী এই মডেল বাবার ব্যবসায়িক কারণে শৈশব থেকেই বহু দেশ ভ্রমণ করেছেন। ফলে বাংলা, হিন্দি, রাশিয়ান, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজানি—মোট সাত ভাষায় তার সাবলীল দক্ষতা রয়েছে। দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা আর ভাষার টানেই রুশ এই তরুণী এখন অনেকের কাছে ‘বাংলাদেশি মনিকা’ নামে পরিচিতি পেয়েছেন।