বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন ও কৃষিজাত পণ্য, বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটির মহাপরিচালক ড. কু দোংইউ সোমবার রোমে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন।
বৈঠকের শুরুতে ড. কু অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে ‘উচ্চ সাফল্য অর্জনকারী দেশ’ হিসেবে আখ্যায়িত করে জানান, প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে এফএও সহায়তা অব্যাহত রাখবে।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “আমাদের সমুদ্র বিশাল, কিন্তু আমরা এখনো গভীর সমুদ্রে মৎস্য আহরণে সক্ষমতা অর্জন করতে পারিনি।” তিনি তিনটি খাতে নতুন সহায়তা চান—গভীর সমুদ্র মাছ আহরণে সক্ষমতা বৃদ্ধি, ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে উন্নয়ন, এবং ফসল সংগ্রহোত্তর ক্ষতি রোধে মোবাইল কোল্ড স্টোরেজ ব্যবস্থা গড়ে তোলা।
ড. কু পরামর্শ দেন, বাংলাদেশ যেন চীনের বিশেষজ্ঞদের সহযোগিতায় গভীর সমুদ্রের মাছের মজুদ নিরূপণ ও টেকসই আহরণ পরিকল্পনা প্রণয়ন করে। তিনি আরও বলেন, “উচ্চমূল্যের ফল উৎপাদন কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”