দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে স্থাপন করা হবে এলইডি স্ক্রিন। এর মাধ্যমে ভেতরের ভোট গণনার সরাসরি সম্প্রচার দেখানো হবে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী, ভোটাররা মোট ৪১টি পদে ভোট দিতে পারবেন—এর মধ্যে ডাকসুর ২৮টি এবং হল সংসদের ১৩টি পদ। শুধু ডাকসুর ২৮ পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ এবং নারী প্রার্থী ৬২ জন।
শেষ দিন ছিল প্রচারণার জমজমাট পরিবেশ। প্রার্থীরা টিএসসি, কলাভবন, হলপাড়া এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিংবা ব্যক্তিগতভাবে তারা নিজেদের ইশতেহার তুলে ধরেন।
প্রার্থীরা নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন। প্রচারণার আবহে শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল প্রাণবন্ত। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে শিক্ষার্থীরা রায় দেবেন, আর প্রশাসনের দাবি স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।