বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের উদ্যোগে রাজধানীর বসিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৯০০ দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, চর্মরোগ ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়। দিনব্যাপী চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে নারী, শিশু ও প্রবীণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনসেবামূলক কর্মকাণ্ডে জনগণের পাশে রয়েছে। এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সেনাবাহিনীর মানবিক দায়িত্ববোধেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অসহায় জনগণের কল্যাণে সেনাবাহিনীর অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।