Ridge Bangla

বলিউডে ব্যয়বহুল বিচ্ছেদ: ৫২৭ কোটি টাকায় শেষ হৃতিক-সুজানের দাম্পত্য

বলিউডের অন্যতম আলোচিত জুটি হৃতিক রোশন ও সুজান খানের দাম্পত্য যেমন একসময় প্রশংসা কুড়িয়েছিল, তেমনই তাদের বিচ্ছেদও হয়েছে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। জানা গেছে, এটাই বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।

হৃতিক, প্রখ্যাত নির্মাতা রাকেশ রোশনের পুত্র, এবং সুজান, অভিনেতা সঞ্জয় খানের কন্যা, ছিলেন শৈশবের বন্ধু। ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে অভিষেকের আগেই তাদের প্রেম গভীরতায় পৌঁছে যায়। চার বছরের সম্পর্কের পর একই বছরের ২০ ডিসেম্বর তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে—হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)—জন্ম নেয়।

তবে ২০১০ সালে ‘কাইটস’ সিনেমার শুটিং চলাকালীন তাদের সম্পর্কে ফাটলের গুঞ্জন শুরু হয়। শেষমেশ ২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিচ্ছেদের নিষ্পত্তিতে সুজান পান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা)। নগদ অর্থ, সম্পত্তি বা বিনিয়োগের মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছিল কিনা, তা প্রকাশ করা হয়নি। তবে রেকর্ড অনুযায়ী, এটি বলিউডের ইতিহাসে সর্বাধিক ব্যয়বহুল বিচ্ছেদ।

বিচ্ছেদের পরও হৃতিক ও সুজান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং যৌথভাবে সন্তানদের দায়িত্ব পালন করছেন। বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, অন্যদিকে সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে।

অভিনয়ে ফিরছেন হৃতিকও—খুব শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ওয়ার ২, ১৪ আগস্টে। তবে হৃতিক-সুজানের প্রেম, দাম্পত্য ও বিচ্ছেদের গল্প আজও বলিউড ভক্তদের কাছে এক বড় আলোচনার বিষয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন