Ridge Bangla

বলিউডে ফেরা নিয়ে যা বললেন সেলিনা জেটলি

দীর্ঘ ১৪ বছরের বিরতির পর আবারও বলিউডে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার ও সন্তানদের সময় দিতে গিয়ে তিনি অভিনয় থেকে দূরে থাকলেও তার অভিনয়ের প্রতি ভালোবাসা কখনোই কমেনি—এমনটাই জানালেন তিনি নিজেই। তার এই প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আসতেই বলিউড অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড়।

ভক্তদের মনে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কবে ফিরছেন তিনি? কোন ছবিতে দেখা যাবে তাকে? কোন নায়কের বিপরীতে অভিনয় করবেন? যদিও এই সব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনও দেননি সেলিনা জেটলি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সেলিনা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেন। এক অনুরাগী যখন তাকে প্রশ্ন করেন, ‘কবে বড় পর্দায় দেখা যাবে আপনাকে?’ সেলিনা শুধু লিখেন, ‘খুব তাড়াতাড়ি।’ এই ছোট্ট উত্তরের পর থেকেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “এই মুহূর্তে আমি বিদেশে আছি। তাই বিস্তারিত কিছু জানাতে পারছি না। তবে দেশে ফিরে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সবকিছু জানাবো।”

উল্লেখ্য, সেলিনা জেটলিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১১ সালের রোমান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’-তে। এরপর দীর্ঘ বিরতির পর ২০২০ সালে তাকে দেখা যায় শর্টফিল্ম ‘সিজনস গ্রিটিংস’-এ, যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

এখন ভক্তদের আগ্রহ—সেলিনা এবার কাদের সঙ্গে, কোন গল্পে এবং কী চরিত্রে বলিউডে ফিরছেন। তার এই প্রত্যাবর্তন বলিউডে নতুন কী চমক নিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫৮

আরো পড়ুন