Ridge Bangla

বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা, সুস্মিতার ইতিবাচক বার্তা

২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র সমিতি একটি কঠোর সিদ্ধান্তে পাকিস্তানি নাগরিকদের বলিউডে কাজ নিষিদ্ধ করে। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পাকিস্তানি অভিনেতা বা অভিনেত্রী ভারতের মাটিতে কিংবা ভারতের প্রযোজনায় কোনো অভিনয় কার্যক্রমে যুক্ত হতে পারতেন না। তবে নয় বছর পর সেই নিষেধাজ্ঞার অবসান ঘটতে যাচ্ছে।

আসছে ৯ মে মুক্তি পেতে যাচ্ছে ‘আবির গুলাল’ নামের একটি সিনেমা, যেখানে বলিউডে আবারও ফিরছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান।

এই প্রত্যাবর্তন নিয়ে বলিউডে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেখানে নবনির্মাণ সেনা, শিবসেনা নেতা সঞ্জয় নিরূপম, এবং চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন, অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন দিয়েছেন ইতিবাচক বার্তা।

সম্প্রতি মুম্বাইয়ের একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে সুস্মিতা বলেন,

“আমি দুই দেশের সীমান্ত বা সমস্যাগুলো নিয়ে কিছু বলতে চাই না। আমি জানি না এগুলো কীভাবে কাজ করে। আমি কেবল এতটুকু জানি—শিল্প কখনোই সীমান্ত মানে না। কোনো কাঁটাতার বা জাতীয়তাবাদী ব্যাখ্যা শিল্পকে আটকে রাখতে পারে না। শিল্প সর্বজনীন।”

সুস্মিতার এই বক্তব্য বলিউডের একটি অংশে প্রশংসা কুড়ালেও, সমালোচকদের একাংশ এই সিদ্ধান্তকে “জাতীয় স্বার্থের পরিপন্থী” বলে অভিহিত করছেন।

ফাওয়াদ খান এর আগে ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো হিট ছবিতে কাজ করেছেন। বলিউডে তার ফিরে আসা ভক্তদের জন্য আশার বার্তা হলেও, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক।

আরো পড়ুন