Ridge Bangla

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মধুমতী মারা গেছেন

ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ অক্টোবর) রাতে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান শিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডে নেমে আসে শোকের ছায়া। একের পর এক তারকা সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন।

মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। তিনি ছিলেন একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক। ধর্মেন্দ্র, দিলীপ কুমার, জিতেন্দ্রসহ তৎকালীন কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’সহ একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। নৃত্যে অসাধারণ দক্ষতার কারণে বলিউডে তাঁকে প্রায়ই তুলনা করা হতো আরেক কিংবদন্তি নৃত্যশিল্পী হেলেনের সঙ্গে।

শুধু অভিনেত্রী হিসেবেই নয়, নৃত্য প্রশিক্ষক হিসেবেও ছিলেন তিনি অত্যন্ত সফল। বহু নবীন শিল্পী তাঁর কাছে নাচের প্রশিক্ষণ নিয়েছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলাসহ বলিউডের বহু তারকা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত শিল্পীর স্মৃতি স্মরণ করেছেন। ১৯৩৮ সালে জন্ম নেওয়া মধুমতী ১৯৫৭ সালে এক মারাঠি চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা, আর সেই ভালোবাসাই তাঁকে পৌঁছে দেয় বলিউডের উজ্জ্বল আলোয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন