চলতি মাসের শুরুতে ঢালিউড অভিনেতা অনন্ত জলিলের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে কেক খাওয়ান মডেল ও উদ্যোক্তা নাজমি জান্নাত। সেই মুহূর্তে স্টেজে উপস্থিত ছিলেন অনন্তের স্ত্রী, অভিনেত্রী বর্ষাও। তবে অনুষ্ঠান পরবর্তী সময়ে গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে—এই দৃশ্য নিয়ে বর্ষা ক্ষুব্ধ হয়েছেন এবং বিষয়টি নিয়ে অভিমান করেছেন।
এই গুঞ্জনের প্রতিক্রিয়ায় বর্ষা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখেন, “মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা কেউ চিনি না।” তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নাজমি জান্নাত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যখন আমাকে মাইকে অ্যানাউন্স করে ডাকা হলো, হাতে ক্রেস্ট দেওয়া হলো, তখন তো ওনার দেখা উচিত ছিল আমি কে। এরপরও যদি বলেন, তিনি চেনেন না, তাহলে সেটা খুবই দুঃখজনক।”
নাজমি আরও বলেন, “আমি অনন্ত জলিলের স্ত্রী বর্ষার প্রতি কোনো অসম্মান দেখাইনি। বরং ইভেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আয়োজক প্রতিষ্ঠানের সিইও হিসেবে দাপ্তরিক দৃষ্টিকোণ থেকেই উপস্থিত ছিলাম।” তিনি যোগ করেন, “ঘটনার সময় বিষয়টিকে আমি স্বাভাবিকই মনে করেছিলাম। কিন্তু পরবর্তীতে বর্ষার বক্তব্য আমাকে চরমভাবে আহত করেছে।”
জান্নাতের মতে, পরিচয় না থাকলেও একজন সহঅংশগ্রহণকারীকে অবহেলার ভঙ্গিতে উপস্থাপন করা এক ধরনের অসম্মান। তিনি বলেন, “ভবিষ্যতে যেন আর কোনো নারী এভাবে অবমূল্যায়নের শিকার না হন, সেটাই আমার প্রত্যাশা।”
এ ঘটনায় অনন্ত জলিল এখনও কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি ঘিরে ইতোমধ্যেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বর্ষার মন্তব্যকে সরল বললেও, কেউ একে ‘প্রতিষ্ঠিত নারীর অহং’ বলে আখ্যায়িত করছেন। নাজমি জান্নাতের আক্ষেপ– “শ্রদ্ধা না থাকলেও অন্তত সহমঞ্চে থাকা মানুষকে তো অচেনা বলার আগে চিনে নেওয়া উচিত।”