Ridge Bangla

বর্ণবৈষম্যের শিকার বাণী কাপুর, বললেন, “আমি দুধে ধোয়া তুলসীপাতা নই”

বলিউড অভিনেত্রী ও মডেল বাণী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, গায়ের রঙ যথেষ্ট ফর্সা না হওয়ায় তাকে একটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। যদিও পরিচালক বিষয়টি প্রকাশ্যে বলেননি, তবে নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে বাণী জানতে পারেন, তিনি বলেছিলেন, “বাণী দুধের মতো ফর্সা নন, তাই নায়িকা হিসেবে মানানসই নন।”

এই প্রসঙ্গে বাণী বলেন, “আমি দুধে ধোয়া তুলসীপাতা নই—আমি যেমন, সেভাবেই নিজেকে ভালোবাসি। যদি গায়ের রঙের কারণে কেউ আমাকে না নেয়, তবে আমি এমন প্রজেক্টে কাজ করতেই চাই না। আমি জানি, আমার জন্য অপেক্ষায় আরও ভালো কাজ ও ভালো পরিচালক রয়েছেন।”

তবে শুধু গায়ের রঙ নয়, ফিগার নিয়েও তিনি বারবার সমালোচনার মুখে পড়েছেন। কেউ কেউ তাকে বলেন “খুব রোগা”, অনেকে আবার বলেন “স্বাস্থ্যবতী নায়িকাদের দর্শক বেশি পছন্দ করে।” এসব মন্তব্যকে পাত্তা না দিয়ে বাণী স্পষ্ট বলেন, “আমি ফিট এবং সুস্থ। নিজের শরীর নিয়ে আমি গর্বিত। নিজের জন্য বাঁচি, অন্যদের মতামতের জন্য নয়।”

বর্তমানে বাণী কাপুর ‘মান্দালা মার্ডারস’ নামের এক ক্রাইম থ্রিলার সিরিজে এক পুলিশ ইনভেস্টিগেটরের চরিত্রে কাজ করছেন। সিরিজটি ধর্মীয় হত্যাকাণ্ড ঘিরে নির্মিত। সমালোচকদের মতে, এই কাজ তার ক্যারিয়ারে একটি নতুন দিক উন্মোচন করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন