Ridge Bangla

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফসসাল মাহমুদ জানান, চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন এবং গণদাবির প্রেক্ষিতে প্রশাসনের এই রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন এবং ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

আরো পড়ুন